১৮৫৭। আচমকা ক্ষোভের আগুনে জ্বলে উঠলো ভারতবর্ষ। মিরাট থেকে দিল্লি, ঝাঁসি থেকে বাংলা সর্বত্র ছড়িয়ে পড়ে যুদ্ধের উন্মাদনা। সিপাহি-জনতা গড়ে তোলে প্রতিরোধের কেল্লা। সমর্থন জানান শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। তীব্র লড়াইয়ের মুখে নড়বড়ে হয়ে উঠে ইংরেজ শাসনের মসনদ। পাশবিক নৃশংসতায় এই সংগ্রাম দমন করে ইংরেজরা। লালকেল্লা থেকে বহিষ্কার করা হয় বাহাদুর শাহ জাফরকে। যে আশার আলো জ্বলে উঠেছিল তা মিলিয়ে গেল ক্রমেই। বাহ্যত ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ হলেও পরবর্তী দিনগুলোতে এই সংগ্রাম নির্মাণ করেছিল আজাদির রূপরেখা। বক্ষ্যমাণ বইতে ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার পাশাপাশি এর নানা দিকে আলো ফেলার চেষ্টা করা হয়েছে।